আপনি যদি নরমালি জেনে না থাকেন যে কেন ফেসবুক তাদের ওয়েবসাইট থেকে আপনার ইউআরএল ব্লক করে তাহলে আপনার পারস্নাল ব্লগ বা সাইট টি ব্লকড হতে পারে ফেসবুক থেকে।
ফেসবুকে আপনার ওয়েবসাইট ইউআরএল কেন ব্লকড হয়।
১। একটা ইউআরএল লিংক বার বার শেয়ার করলেঃ আপনি যদি আপনার সাইট এর একটি পোষ্টের লিংক কপি করে ফেসবুকের পোষ্টে, বা নিজের টাইমলাইনে, বিভিন্ন পেজে, বা গ্রুপে কন্টিনিউ ভাবে পাব্লিশ করতে থাকেন তাহলেই ফেসবুক এটি স্প্যামিং করছেন বলে ধরে নেয়।
কারন ফেসবুকের ভাষ্যমতে আপনার পোষ্টের লিংক টি যদি ইউজার ফ্রেন্ডলি পোষ্ট হয়ে থাকে, তাহলে এটি এক বা দুই জায়গাতে পোষ্ট করলেই মানুষ এটিকে প্রধান্য দিয়ে ভাইরাল করে ফেলবে।
সুতরাং এক লিংক বার বার একাধিক স্থানে প্রকাশিত করার দরকার নেই কিংবা শেয়ার করাও যাবে না।
৬। আন অথোরাইজ ডোমেইন ব্যবহার করলেঃ আমরা অনেকেই আছি যারা তাদের সাইটে বিভিন্ন সময়ে ফ্রি ডোমেইন ব্যবহার করি।
যে গুলো টপ লেভেলের ডোমেইন এর সাথে যায় না।
মূলত এগুলাই হচ্ছে ফেসবুকে লিংক ব্লকের প্রধান এবং মূল কারন,তাই আশা করছি এ বিষয়ে খুব ভালো ভাবে কাজ করার এক্সপ্রিয়েন্স রেখে কাজ করবেন।
আর যদি পোষ্ট টিকে ভালো লাগে তাহলে শেয়ার করবেন বন্ধুদের মাঝে এতে আপনি সহ আপনার বন্ধুরাও হেল্প পাবে।