Table of Contents
কিভাবে ব্লগের জন্য ইউনিক আর্টিকেল লিখবেন?
ইউনিক আর্টিকেল কারো লেখা বা মুখে শুনলেই আমাদের মধ্যে প্রশ্ন আসে এটি কিভাবে করা যায়, কিংবা কিভাবে হয়।
আজকের বিস্তারিত এই আলোচনার মাধ্যমেই সেই বিষয়ে আমরা বুঝার চেষ্টা করবো।
আসলে ইউনিক আর্টিকেল একটি ব্লগ বা সাইট এর জন্য অনেক বেশি জরুরী। কারন গুগলের প্রথম পৃষ্ঠায় আসতে হলে ইউনিক আর্টিকেল ছাড়া এটি একে বারেই অসম্ভব।
ইউনিক আর্টিকেল বিষয়েঃ
তো বন্ধুরা ইউনিক আর্টিকেল বলতে বুঝায় একটি আর্টিকেল এর নতুন রূপ,যাতে কোন প্রকারের প্লাগিরিজম থাকবে না এবং তার প্রতিটা লাইনও হবে ইউনিক।
ইউনিক আর্টিকেল কেনো লিখবেন?
ইউনিক আর্টিকেল লেখার জন্য তেমন কোন স্পেসিফিক কারন নেই। তবে ইউনিক আর্টিকেল সব সময়ই ভিজিটর আকর্ষন করে থাকে।
ইউনিক আর্টিকেল টপিক বাছাইঃ
ইউনিক আর্টিকেল লেখার ক্ষেত্রে টপিক নির্বাচন অনেক বেশি গুরত্বপূর্ন। কারন আপনি যদি ডোমেইন বাছাই করে থাকেন ই-কমার্সের কিন্তু ব্লগ লিখে থাকেন ডগ-ফুড নিয়ে।
ইউনিক আর্টিকেলের ক্ষেত্রে স্পীনার এর ব্যবহারঃ
আমরা অনেকেই আছি যারা মনে করি যদি কোন আর্টিকেল কে কপি করে সেটিকে রিরাইট কিংবা স্পীন করে লিখি তাহলে সেটি ইউনিক আর্টিকেল হয়ে যায়।
সাইটে যেতে – Speech To Text Demo
ইউনিক আর্টিকেলঃ
এই সাইট টিকে ব্যবহার করে আপনি খুব সহজেই ইংলিশ আর্টিকেল পেয়ে যাবেন। তাই এর জন্য প্রথমে আপনাকে ইউটিউব থেকে একটি আপনার নিশ অনুযায়ী ইংলিশে পাব্লিশ করা ভিডিও লিংক কপি করে নিতে হবে।
ডাউনলোড করা হয়ে গেলে উপরে দেয়া সাইট লিংক টিতে গিয়ে আপনার অডিও টিকে আপ্লোড করে দিতে হবে এবং প্লে বাটনে ক্লিক করে দিন।
এভাবে আপনি চাইলে ৫০০ থেকে ৫০০০ শব্দের আর্টকেল লিখতে পারবেন যা একটি ব্লগের এডসেন্স পাবার ক্ষেত্রে অনেক বেশি কাজে আসে।
পরিশেষে ইউনিক আর্টিকেল সম্পর্কেঃ
সব সময়ই চেষ্টা করুন অন্যকে কপি না করার। এটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ন। কারন আপনি অন্যের প্রতিভাবে কপি করে বেশি দূর আগাতে পারবেন না।


