কেমন কাটছে আপনাদের দিনকাল ? আশা করছি সবাই ভালো আছেন।
কিন্তু আমরা জানিনা যে এ কাজ টি আমাদের কিভাবে ধংস করে যাচ্ছে তাই আজকে আমরা হস্তমৈথুনের কুফল সম্পর্কে জানবো এবং ের থেকে কিভাবে দূরে থাকা যায় বা প্রতিকার করা যায় সেই বিষয়ে পোষ্ট টি পড়বো।।
Also Read: একজন সফল Freelancer হিসাবে
আমি আশা রাখছি যে আপনি আজকের এই আর্টিকেলটি একবারে পুরোটা পড়বেন, আশা করি এতে আপনার ক্ষতি হবে না বরং কিছু জানতে পারবেন এখান থেকে।
আমি প্রায় দেখে আসছি আমাদের তরুণ সমাজের মাঝে কিছু বাজে রকম আসক্তির কুফল রয়েছে এবং এটা থেকে প্রতিকারের উপায় নিয়ে আলোচনা মূলক পোষ্ট করবো আশা করি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন,
তাই আমাদের লাইফস্টাইলের পয়েন্টে আজকের বিষয়, হস্তমৈথুন এবং এর কুফল এবং এর প্রতিকারের উপায়।
হস্তমৈথুন কি? এটি শরীরের পক্ষে স্বাস্থ্যকর নাকি অস্বাস্থ্যকর?
তাহলে প্রথমেই আপনি আমাকে এটা বলেন যে ওষুধমানুষের শরীরের পক্ষে স্বাস্থ্যকর নাকি অস্বাস্থ্যকর? আপনি যখন ওষুধ নির্দিষ্ট পরিমানে গ্রহণ করে থাকে তখন সেটাকে মেডিসিন বলে।
আর যখন এই ওষুধ লিমিটেড এর থেকে বেশি পরিমাণে নেওয়া হয় তখন সেটা আপনার মৃত্যুরও কারণ হয়ে দাড়াতে পারে।
এবার আসি মানষিক ব্যাপরে।
যদি অত্যাধিক মাত্রায় পর্ন ভিডিও দেখা হয় বা হস্তমৈথুনের ফলে আমাদের মাথার মধ্যে সব সময় এক ধরনের সেক্স রিলেটেড চিন্তা ভাবনা ঘুড়াফেরা করতে থাকে।
আমরা কিভাবে পরিবর্তন আনতে পারি?
সব থেকে বেশি ভালো হয় যদি মোবাইলটা হাতে নিয়ে উল্টোপাল্টা ভিডিওগুলো বা ওয়েবসাইট ঘাটাঘাটি না করা,
আর আমি এটাও বলছি না যে কোন জায়গায় বড় পরিবর্তন থাকা খুবই জরুরী। তাই সবার প্রথমে আপনার একটা বড় কারণ আপনি নিজেই খুঁজে বের করুন। আর আপনি চাইলে আমি আপনাকে সেটা খুঁজতে সাহায্য করতে পারি।।
এর ফলে অতিরিক্ত হস্তমৈথুন করা আপনার পক্ষে আর সম্ভব হবে না।
এই এপসটি অফিশিয়াল ভাবে তৈরি করেছে Samsung মোবাইল কোম্পানী,এবং এটি প্লে স্টোরে বা এপ্স স্টোরে সার্চ করলেই আপনি পোয়ে যাবেন, আর যদি আপনি Samsung মোবাইল user হয়ে থাকেন, তাহলে এটি আপনার ফোনের মধ্যে ডিফল্ট ভাবে দেয়া থাকবে।
এই অ্যাপটি মূলত আপনাকে আপনার ফিটনেস ধরে রাখতে বিভিন্ন ভাবে সাহায্য করবে তাই আপ্ব্বনি চাইলে এটি ব্যবহার করে দেখতে পারেন।
তবে সপ্তাহে একবার হস্তমৈথুন করা দোষের কিছু না (মেডিকেল সাইন্সের মতে যদিও ইসলামের দৃষ্টিকোনে হস্তমৈথুন একদম নিষিদ্ধ) আর আমি যেরকম ভাবে বললাম সে ভাবে কাজ করলে খুব বড় পরিবর্তন আনাটা আপনার পক্ষে কঠিন কিছু না।
আর সবচেয়ে ভালো হয় এই যে আমাদের মন বিচার কে সবসময় সব ধরনের আজেবাজে চিন্তা, পর্ণগ্রাফি আসক্তি থেকে নিজেকে দূরে রাখতে হবে।।
Also Read: ফেসবুকে পেজের লাইক বাড়ানোর কিছু উপায়