জেনে নিন ভিপিএন এর সকল খুঁটিনাটি বিষয়

by Admin

ভার্চুয়ালে ভিপিএন বা প্রাইভেট নেটওয়ার্ক এ সময়ে বেশ খানিক প্রচলিত একটি শব্দ।
বর্তমানে ইন্টারনেট ব্যবহার করেন না এমন মানুষ খুব কম আছে,কিন্তু এটাও আমাদের ঠিক জানা নেই আমরা এই বিশাল দুনিয়াতে কতটা নিরাপদ।
আমরা বিভিন্ন সময়ে গুগলে বা সার্চ ইঞ্জিনে আমাদের কাংখিত জিনিস সার্চ করে থাকি কিন্তু আমরা ঠিক এটা জানি না যে আমরা অই জায়গাটিতে নিরপদে প্রবেশ করেছি কিনা।

কারন এধরেন গেটওয়ে আমাদের আইপি অ্যাড্রেস খুব সহজে জেনে নেয় যা দিয়ে আমাদের লোকশন সহ সব প্রাইভেট ফাইল ট্রাকিং করা সম্ভব,
আপনি চাইলে আমার ব্লগে প্রকাশ করা আইপি অ্যাড্রেস এর বিষয়ে করা উল্লেখ্যিত পোষ্টটি দেখে নইতে পারেন।

জেনে নিন ভিপিএন এর সকল খুঁটিনাটি বিষয়:

যেকোন পাব্লিক প্লেসের ওয়াইফাই কিংবা যেকোন পাব্লিক আইপি হতে পারে আমাদের ক্ষতির কারনও,তাই যেকোন ওয়েবসাইটে নিরাপদ প্রবেশের জন্য ভিপিএন কে বেছে নেয়া হয়।

ভিপিএন কিভাবে কাজ করে এবং এটি কি এর ব্যবহার এর বিষয়ে সংক্ষিপ্ত আলোচনায়ঃ


আপনি ইন্টারনেটে নিরাপদ প্রবেশিকার জন্য VPN ব্যবহার করতে পারেন এর কারণ হচ্ছে VPN আপনার ডিভাইস এর IP Address কে Hide করতে সাহায্য করবে। যার জন্য আপনার ব্যবহৃত আইপি টি সামনে আসবে না।
তবে সব সময় বিদেশীয় VPN গুলো ব্যবহার করবেন না কারন এটি চাইলে আপনার ডিভাইস এর সব Information VPN Administrator Access করতে পারবে তাই যা করবেন অবশ্যই ভেবে চিনতে নিজ ইচ্ছার উপর ভিত্তি করে করবেন।

VPN এর পূর্নরূপ হলো Virtual Private Network। 

এর নামের চেয়েও এটি এক কথায় বলতে গেলে আরও বেশী সহজ একটি Term ।যা মূলত আপনি আপনার ডিভাইস বা কম্পিউটার; অন্য কোন নেটওয়ার্কের ভেতর দিয়ে আপনি ওয়েব ব্রাউজ করছেন। 
যাই হোক; আপনি যে ধরনের কাজই করুন না কেনো আপনার মনে হবে যে সে কাজ গুলো হয়তো হয়েছে আপনি যার নেটওয়ার্কটি ব্যবহার করেছেন তার থেকেই। 
অন্য কথায় একে বলতে গেলে;আপনি যখন ভিপিএন এ কানেক্ট হচ্ছেন তখন আপনি আপনার নিজ আইপি হাইড কর  ফেলছেন কোম্পানী সমূহের নেটওয়ার্ক এর আইপি দ্বারা। 
তবে একটি বিষয় আপনি অন্যের নেটওয়ার্কেরর বা গেটওয়ের মধ্য দিয়ে ভিতরে যাচ্ছেন এতে তো আপনার স্বাভাবিক কিছু রিস্ক থাকেই,তাই আপনি চাইবেন সব সময় ফ্রি আইপির ব্যবহার না করে পেইড সার্ভার বা আইপি কিনে ব্যবহার করতে।

Also Read: এসইও শিখতে যে সকল গাইডলাইন দরকার।

 

প্রশ্ন হতে পারে : ফ্রী ভিপিএন কী আমাদের ডাটা নিয়ে কি বিক্রি করে দিচ্ছে?

তারা কি আপনার ব্যবহার করা আসল আইপিটি সবার কাছে উন্মুক্ত করে দিচ্ছে? 
এর উত্তর হলো এটি ঘটতেই পারে। তাই আমার পরামর্শ পেইড ভিপিএন কিনে ব্যবহার করা। 

পেইড ভিপিএন গুলো সাধারনত লগলেস [logless] ভাবে তাদের টার্মস পাব্লিক করে অর্থাৎ তারা আপনার কোনো তথ্য স্টোর করে রাখবে না, সুতরাং কোনো ভাবে অনুরোধ করলেও তারা তাদের আইপি কোন ভাবে ছেড়ে বা উন্মুক্ত করে দিবে না।

উদাহরন স্বরুপঃ CyberGhost VPN, Nord VPN এবং Express VPN হতে পারে আপনার জন্য চমৎকার তিনটি পেইড ভিপিএন এর সার্ভার বা সাইট,
এখান থেকে আপনি তাদের প্যাকেজ এর উপর ভিত্তি করে আপনার পছন্দ সই কিনতে পারবেন। 

এবার আসি Web Proxy নিয়ে কিছু কথাঃ

ওয়েব প্রক্সি মূলত ভিপিএন এর মতো একই ভাবে কাজ করে অর্থাৎ যে কাজ টি ভিপিএন কানেক্ট করে করবেন সেটি আপনি এই ওয়েবের মধ্যে দিয়ে গেলেই ব্রাউজিং বা সারফিং করতে পারবেন।
কারন এতে ওয়েব ট্রাফিক প্রবাহিত হয় একটি প্রক্সি সার্ভারের মাধ্যমে । এখানেও আপনার ব্যবহার করা আইপিকে লুকানো হয় তাদের ফিক্সড করা প্রক্সি সার্ভার এর আইপি দ্বারা।

Also Read: অনলাইনে ঘরে বসে আয় করার টিপস ২০২০

 

প্রক্সি ও ভিপিএন এর ভেতর পার্থক্য রয়েছে :

প্রথমত বলে নেই, এই নেটওয়ার্কটি কোন এনক্রিপ্টেড নেটওয়ার্ক না। 
যদিও আপনার পারসনাল আইপি প্রক্সি থেকে হাইড করা হচ্ছে, তবুও তা আইএসপি নেটওয়ার্ক এবং সরকারের থেকে উদ্ধার করা সম্ভব। 
শুধু তাই নয়; কিছু কিছু ওয়েবসাইটের মধ্যে আপনার আসল আইপিও ব্যবহার করার সময়ে অইসব সার্ভার আপনাকে দেখাতে পারে ফ্লাস/জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে। 
দ্বিতীয়ত, এখানে ব্রাউজার আপনাকে ট্রাফিক ওয়েব মধ্য থেকে পার করে দেবে। ম্যানুয়ালি এই সাইট তাদের সেটিংস থেকে একটি প্রক্সি সার্ভার এর আইপি বসিয়ে দেয়।

প্রথমে ফ্রী ওয়েব প্রক্সি খুজুঁন গুগলে সার্চ করলে অসংখ্য প্রক্সি সাইট পাবেন,
যদি আপনি নিজের দেশের প্রক্সি সার্ভার এর আইপি ব্যবহার করেন তাহলে এটি আপনার জন্য অনেক বেশি দ্রুত গতির হবে; তবে অন্য দেশের প্রক্সি সাইটে তুলনা মূলক ব্যবহার করলে এর গতির স্বাভাবিকের থেকে কম হবে।

ভিপিএন এর স্বাভাবিক ব্যবহারঃ

 

  • ব্লক ওয়েবসাইট ভিজিটের জন্য ব্যবহার করতে।
  • পর্নসাইটে উম্মুক্ত প্রবেশ এর জন্য।
  • প্রাইভেট ভাবে অন্যসব সাইটে প্রবেশ করতে।
  • বে-আইনী ওয়েবসাইট যেমন ডার্ক-ওয়েব বা ডীপ ওয়েবে প্রবেশ এর জন্য।
  • সোস্যাল সাইট ব্লক করে দিলে(অনেক দেশে যেমন চীনে ফেসবুক সার্ভার বন্ধ) সেসব দেশ থেকে ব্রাউজের জন্য।
  • পাব্লিক প্লেসে ব্যবহার করার জন্য।

তাছাড়া আরো অনেক ভাবে সাহায্য করে এই ভিপিএন,আশা করছি ভিপিএন কি? এবং ভিপিএন কিভাবে কাজ করে এ নিয়ে আজকে আপনাদের বিস্তারিত বুঝাতে পেরেছি।

Also Read: আইপি অ্যাড্রেস কি এবং কিভাবে কাজ করে

Related Posts

Leave a Comment